গত ইংল্যান্ড সিরিজে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃত হন তিন লঙ্কান তারকা ক্রিকেটার কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকওয়েলা। এবার বড় শাস্তির মুখে পড়তে চলছেন এই তিন ক্রিকেটার। সঙ্গে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ জরিমানাও। তাদেরকে জরিমানার আওতায় আনতে সুপারিশ করেছে লঙ্কান বোর্ডের ৫ সদস্যবিশিষ্ট একটি প্যানেল।
এই প্যানেল গুনাথিলাকা ও মেন্ডিসকে সর্বোচ্চ ২৪ মাস ও ডিকওয়েলাকে ১৮ মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে। সেই সঙ্গে প্রত্যেক ক্রিকেটারকে ২৫ হাজার ডলার করে জরিমানার সুপারিশও করা হয়েছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কা ক্রিকেট দলের ইংল্যান্ড সফরে এই তিন ক্রিকেটার জৈব সুরক্ষিত বলয় ভেঙেছিলেন। ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় কুশল মেন্ডিস ও নিরোশান ডিকওয়েলা ডারহামের বাজারে মধ্য রাতে ঘুরাঘুরি করছেন। পরে জানা যায় তাদের সঙ্গী ছিলেন গুনাথিলাকাও। এমন ঘটনায় তৎক্ষণাৎ তাদের দেশে ফেরত পাঠানো হয়।