Home / খেলার খবর / ক রোনার ভ য়াল থাবা ভারতীয় শিবিরে আ ক্রান্ত আরো দুই ক্রিকেটার

ক রোনার ভ য়াল থাবা ভারতীয় শিবিরে আ ক্রান্ত আরো দুই ক্রিকেটার

অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়ার করোনা আক্রান্তের খবরে বেশ অস্বস্তিতেই পড়তে হয়েছিল ভারতীয় দলকে। সেই সাথে তার সংস্পর্শে আসা দলের আরো ৮ ক্রিকেটারকে যেতে হয়েছিল আইসোলেশনে। এক পর্যায়ে একাদশ সাজাতেই হিমশিম খেতে হয় দলটিকে। শেষ পর্যন্ত নেট বোলারদের দলে নিতে বাধ্য হয় সফরকারী। যার ফলশ্রুতিতে, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে বড় খেসারত দিতে হয় ভারতকে।

এবার সিরিজ শেষ হওয়ার পরদিন খবর এলো, করোনা পজিটিভ হলেন যুযবেন্দ্র চাহাল ও কৃষ্ণাপ্পা গৌতম। তারা দু’জনই শ্রীলঙ্কা সফরে থাকা ভারতীয় দলের সদস্য ছিলেন। তবে ক্রুনালের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে দু’জনই ছিলেন আইসোলেশনে।

এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ায় শীঘ্রই দেশের বিমান ধরবেন শিখর ধাওয়ানের দল। তবে ক্রুনাল, চাহাল ও গৌতমকে থেকে যেতে হচ্ছে শ্রীলঙ্কাতেই। করোনা নেগেটিভ হলেই মিলবে তাদের দেশে ফেরার অনুমতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *