Home / সর্বশেষ / হেইডেনকে পবিত্র কোরআন শরিফ উপহার দেয়ার কারণ জানালেন রিজওয়ান

হেইডেনকে পবিত্র কোরআন শরিফ উপহার দেয়ার কারণ জানালেন রিজওয়ান

গত টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেনকে পবিত্র কোরআন উপহার দিয়েছিলেন দেশটির উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।

কিন্তু কেন দিয়েছিলেন গণমাধ্যমকে আগে তা জানাননি। প্রায় দুই মাস পর জানালেন কোরআন উপহার দেয়ার আসল কারণ। শনিবার পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে,

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারিত হওয়া এক ভিডিও সাক্ষাৎকারে রিজওয়ান বলেন, ‘যখন আমরা নামাজ পড়তাম, তখন তিনি আমাদের জামাতের সাথে নামাজ পড়া দেখতেন।

আল্লাহতায়ালা তার হৃদয়ে এমন কৌতুহল সৃষ্টি করেছিলেন যে তিনি আমার কাছে নামাজের বিষয়ে জানতে চাইতেন।’ রিজওয়ান বলেন, ‘বিশ্বকাপে পাক-ভারত ম্যাচ চলাকালে আমি তাকে বলেছিলাম,

যদি ভাগ্যে থাকে তাহলে ম্যাচ আমরাই জিতব। আর যদি আমাদের প্রচেষ্টা কম হয়ে থাকে, তাহলে অবশ্যই ভারত বিজয়ী হবে। আমার এরকম কথাবার্তা তার অনুভূতিকে স্পর্শ করেছে।’

পাক ব্যাটার আরো বলেন, ‘তখন সময়টা ভিন্ন ছিল। আমি একজনের কাছে একটি কোরআন চাইলাম। যখন তিনি আমাকে কোরআন দিলেন তখন আমি হেইডেনের কক্ষে প্রবেশ করে সেটি তাকে উপহার দিলাম।

তিনি উপহারটি খুব পছন্দ করলেন। আমাদের দায়িত্ব তো যে জিনিস আমরা নিজেদের জন্য পছন্দ করি অন্যের জন্য সেটিই পছন্দ করবো।’রিজওয়ান জানান, যখনই হেইডেনের সাথে তার কথাবার্তা হতো তখনই তিনি বলতেন,

কোরআন পাঠ তার কাছে খুব উপভোগ্য মনে হচ্ছে। আর তিনি বেশিরভাগ সময় কোরআনের অনুবাদ পড়তেন বলেও রিজওয়ানকে জানিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে রিজওয়ান দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন তাদের দোয়ায় হেইডেনের কথা স্মরণ রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *