Home / সর্বশেষ / সেন্ট লুসিয়ায় ব্যাপক বৃষ্টি! বড় ধরনের লজ্জার হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ

সেন্ট লুসিয়ায় ব্যাপক বৃষ্টি! বড় ধরনের লজ্জার হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ

বৃষ্টি বাধা ছিল গতকালও। সেন্ট লুসিয়া টেস্টে চতুর্থ দিনের খেলাও নির্ধারিত সময়ে শুরু হয়নি আজ। আজ সকাল থেকেই নামা বৃষ্টি থামলেও ভেজা মাঠের কারণে নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা।

সূর্যের দেখা মেলেনি এখনো, তবে ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে সুপারসপার, ব্লোয়ার নিয়ে ব্যস্ত দেখা গেছে গ্রাউন্ডসম্যানদের। স্থানীয় সময় সকাল ১১-৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ৯-৩০ মিনিট) পরিস্থিতি পর্যবেক্ষণে নেমেছিলেন আম্পায়াররা।

তবে মাঠ খেলার উপযুক্ত হয়নি তখনো। এরপর স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) আবার পর্যবেক্ষণে নামেন আম্পায়াররা। তবে দুই দফার কোনোবারই মাঠ খেলার উপযুক্ত হয়ে উঠেছে বলে মনে করেননি তাঁরা।

নির্ধারিত সময়েই নেওয়া হয়েছে চতুর্থ দিনের মধ্যাহ্নবিরতি, যেটি বাংলাদেশ সময় রাত ১০টায়। ফলে প্রথম সেশনে কোনো খেলা হতে পারেনি।এরপর আনুষ্ঠানিকভাবে আম্পায়াররা মাঠ পর্যবেক্ষণে নামবেন স্থানীয় সময় ২-১৫ মিনিটে।

বাংলাদেশ সময়ে যেটি রাত ১২-১৫ মিনিটে। সাধারণত বাংলাদেশ সময় রাত ১২-৪০ মিনিটে চা-বিরতির সময়। প্রথম দুই দিন ঠিকঠাক খেলা হলেও গতকাল থেকেই বাগড়া বাধায় বৃষ্টি। প্রথম সেশনে খেলা হতে পারে মাত্র ৪৪ মিনিট, এরপর ফিরে ফিরে এসেছে বৃষ্টি।

সব মিলিয়ে তৃতীয় দিন খেলা হয়েছে ৫৬.৩ ওভার। বৃষ্টির পূর্বাভাস আছে আজ ও আগামীকাল, মানে টেস্টের চতুর্থ ও শেষ দিনে। বৃষ্টির কারণে অবশ্য খুশিই হওয়ার কথা বাংলাদেশের।

অ্যান্টিগার পর সেন্ট লুসিয়া টেস্টেও হারের দ্বারপ্রান্তে তারা। খালেদ আহমেদের ক্যারিয়ারে প্রথম ৫ উইকেটের পর ব্যাটিংয়ে নেমে আবার বিপর্যয়ে পড়েছে তারা।

দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ১৩২ রান। ওয়েস্ট ইন্ডিজকে আবার ব্যাটিং করাতে আরও ৪২ রান প্রয়োজন তাদের।

নুরুল হাসানের সঙ্গে অপরাজিত আছেন মেহেদী হাসান মিরাজ। অ্যান্টিগায় দ্বিতীয় ইনিংসে এমন একটা অবস্থা থেকেই ইনিংস পরাজয় এড়িয়েছিল বাংলাদেশ। তবে সেবার নুরুলের সঙ্গে ছিলেন সাকিব আল হাসান।

এ সফরে দুই টেস্টের পর তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আগামী ২ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১০ জুলাই। ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *