Home / আজকের খবর / সারাবিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে

সারাবিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। সারাবিশ্বে ইতোমধ্যে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৫০ কোটি ছাড়িয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫০ কোটি ১০ হাজার ১৯৩ জন। আর মৃত্যু হয়েছে ৬২ লাখ ৫ হাজার ৯২৮ জনের।

সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৪৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন।
বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ২১ লাখ ৩ হাজার ৬৭ জন। মারা গেছে ১০ লাখ ১২ হাজার ৪৬১ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৫৭৩ জন। মারা গেছে ৫ লাখ ২১ হাজার ৭২৩ জন।

তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ১ লাখ ৬১ হাজার ২০৫ জন। মারা গেছে ৬ লাখ ৬১ হাজার ৩৮৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে। তারপর দ্রুতগতিতে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস।

পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারী হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *