Home / সর্বশেষ / সরাসরি মাশরাফিকে বিসিবির নতুন সভাপতি করতে চান পাপন

সরাসরি মাশরাফিকে বিসিবির নতুন সভাপতি করতে চান পাপন

মাশরাফী বিন মোর্ত্তজাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে চান বর্তমান সভাপতি প্রধান নাজমুল হাসান পাপন।

সবশেষ ২০২০ সালে জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন মাশরাফী।তারপর থেকে জাতীয় দলের হয়ে না খেললেও ঘরোয়া লিগে খেলছেন তিনি। তবে ক্রিকেটপ্রেমি অনেকেই চান মাশরাফী খেলা বাদ দিয়ে এখন বিসিবির প্রধান হয়ে আসুক।

ক্রিকেট ভক্তদের সঙ্গে সুর মিলিয়ে বিসিবির বর্তমান সভাপতি পাপনও চাইছেন তাকে বিসিবিতে।মাঠের খেলার কারণে বিসিবির নির্বাচনে অংশ নেওয়া সুযোগ না থাকায় মাশরাফী নির্বাচনে অংশ নিতে পারেননি। ২০২১ সালে ক্রিকেটের জন্য কাজ করতে আগ্রহের বিষয়টি মিডিয়াতে জানিয়েছিলেন তিনি।

বিসিবি সভাপতি পাপন এবার মাশরাফীকে স্বাগত জানিয়ে বলেন, মাশরাফীর জন্য বোর্ডের দুয়ার সবসময় খোলা।গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পাপন বলেন, মাশরাফীকে আমরাও চাইছি । সে আসলে ক্রিকেটের উন্নয়ন হবে।

কিন্তু তার সুযোগ আছে কিনা সেটাও ভাবতে হবে। তিনি তো এখন সম্মানিত সংসদ সদস্য। তাই আমি তাকে যেকোনো জায়গা দিলে তো হবে না।তিনি বলেন, আমি কদিন আগেই মাশরাফীকে বলেছিলাম, আমি চাই তুমি আসো। এখন তুমি চিন্তা করে দেখ তুমি আগ্রহী কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *