ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আশেপাশে সুযোগ পাচ্ছেন আনামুল হক বিজয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল।
এরপর ১১ মে বিকেএসপিতে বাংলাদেশ এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এই ম্যাচেই সুযোগ পাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক আনামুল হক বিজয়।
তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য এই মুহূর্তে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না আনামুল হক বিজয়। খুব দ্রুতই জাতীয় দলের সাথে যুক্ত হতে পারেন তিনি।
আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই সময়ে ওয়েস্ট ইন্ডিজ এ’ দলের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ রয়েছে বাংলাদেশ এ দলের।
সেখানে একটি চারদিনের ম্যাচ এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ এ’ ক্রিকেট দল। একই সময়ে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ।
সেখানে ওপেনার হিসেবে আনামুল হক বিজয়কে রাখবে নির্বাচকরা। এছাড়াও একই সময় বাংলাদেশ ওয়ানডে দলেও সুযোগ পেতে পারেন তিনি।