চুক্তির মেয়াদ শেষ শ্রীধরন শ্রীরামের, বাংলাদেশ দলে ফিরছেন টাইগারদের সাবেক কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যর্থতার চূড়ান্ত রূপ দেখে ফেলার পর শ্রীরাম শ্রীধরনকে নিয়োগ দেয় বিসিবি।
এশিয়া কাপের ঠিক আগে আগে রাসেল ডমিঙ্গোকে টি-টোয়েন্টির কোচিং প্যানেল থেকে অব্যাহতি দিয়ে দায়িত্ব তোলে দেয়া হয় শ্রীরামের হাতে।
দায়িত্ব নেয়ার পর শ্রীরাম বাংলাদেশ দলকে পুরোপুরি বদলে ফেলতে না পারলেও ভিন্ন এক পরিকল্পনায় গিয়েছেন তিনি। যা বেশ মনে ধরেছে অধিনায়ক সাকিবসহ অন্য ক্রিকেটারদের।
তবুও নানান গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিকেট পাড়ায়। টাইগারদের সাথে আর নাও দেখা যেতে পারে শ্রীরামকে। বিশ্বকাপ মিশন পর্যন্ত চুক্তি হয়েছিলো টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের।
বিশ্বকাপ শেষ কিন্তু এখনো কোন সিদ্ধান্ত হয়নি শ্রীরামের থাকা না থাকা নিয়ে। আগামি ২০ নভেম্বর ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে দেশে ফেরার কথা নতুন কোচের ৷
বাংলাদেশ-ভারত সিরিজে টাইগারদের দায়িত্ব নিতে ইতোমধ্যে দেশে ফিরেছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। আগামী ডিসেম্বরে ঢাকা ও চট্টগ্রামে এই সিরিজের তিনটি দিবারাত্রির ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।
রাসেল ডোমিঙ্গো লম্বা ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন। ছুটি কাটাতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় দীর্ঘদিন অবস্থান করেন তিনি। এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের দায়িত্বে ছিলেন না এই কোচ ৪ ডিসেম্বর থেকে শুরু হবে ভারতের বাংলাদেশ সফর।