Home / সর্বশেষ / শেষ ম্যাচে ঘানাকে হারিয়েও বিদায় নিল সুয়ারেজের উরুগুয়ে

শেষ ম্যাচে ঘানাকে হারিয়েও বিদায় নিল সুয়ারেজের উরুগুয়ে

উরুগুয়ের মুখোমুখি হলেই ঘানা ভক্তদের মনে হানা দেয় ২০১০ বিশ্বকাপের দুঃসহ বেদনার স্মৃতি। লুইস সুয়ারেজের ইচ্ছাকৃত হ্যান্ডবলে সমতায় থাকা কোয়ার্টার ফাইনালে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয়েছিল আফ্রিকানরা।

কাতার বিশ্বকাপে আরও একবার মুখোমুখি হলো এই দুই দল, সেই লড়াইয়ে দিয়েগো আলোনসোর শিষ্যরা জয় পেলেও আক্ষেপ সঙ্গী হলো তাদের।

দক্ষিণ কোরিয়ার সমান পয়েন্ট নিয়েও গোলসংখ্যায় পিছিয়ে থেকে বিদায় নিলেন সুয়ারেজরা। শুক্রবার আল জানুব স্টেডিয়ামে ‘এইচ’ গ্রুপের খেলায় ঘানাকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে।

ম্যাচের শুরু থেকেই বলের দখল রেখে একাধিক সুযোগ তৈরি করে লাতিন দলটি। তবে পেনাল্টির রূপে সুযোগ ধরা দিয়েছিল ঘানার হাতেও।

তবে আন্দ্রে আয়েউ ব্যর্থ হন দলকে এগিয়ে নিতে। ঘানা অধিনায়ক না পারলেও জর্জিয়ান দে আরাসেতা ঠিকই কাজে লাগান সুযোগ,

জোড়া গোল করে এগিয়ে নেন উরুগুয়েকে। গোটা ম্যাচে আপ্রাণ চেষ্টা করেও সেই গোল শোধ দিতে পারেনি আফ্রিকান দলটি।

একই সময়ে মাঠে গড়ানো গ্রুপের অপর ম্যাচে দক্ষিণ কোরিয়া ২-১ ব্যবধানে হারায় পর্তুগালকে। ফলে সমান চার পয়েন্ট ও সমান শূণ্য গোল ব্যবধান দাঁড়ায় উরুগুয়ে ও কোরিয়ার।

ফলে গোলসংখ্যার ভিত্তিতে নির্বাচিত হয় ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় দল। চার গোল নিয়ে শেষ ষোলোর টিকিট পেয়ে যায় কোরিয়া। অন্যদিকে দুই গোলে পিছিয়ে থেকে ছিটকে যায় দিয়েগো আলোনসো শিষ্যরা। এদিকে ম্যাচ হারায় বিদায় নেই ঘানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *