শুরু হয়েছে আফগানিস্তান – পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শারজায় ১ম টি-টোয়েন্টিতে পাকিস্তান ব্যাটিং অর্ডারকে রীতিমতো ধসিয়ে দিয়েছে আফগান বোলাররা।
তাদের অসাধারন বোলিংয়ে সুবাদে পাকিস্তান আগে ব্যাট করে গুটিয়ে যায় মাত্র ৯২ রানে। আর সে রান তাড়া করে আফগানিস্তানের জয় ৬ উইকেটে। যা টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয়।
শুরুতে শারজায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান অধিনায়ক শাদাব খান। যেখানে এই সিরিজে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান সহ বেশ
কয়েকজন ক্রিকেটারের বিশ্রাম দেওয়ার সুবাদে অধিনায়কত্ব করছেন শাদাব খান। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভুল প্রমাণে বেশি সময় নেয়নি পাকিস্তানি ব্যাটসম্যানরা।
দলীয় ১৬ রানের মাথায় মোহাম্মদ হারিস কে সাজঘরে ফিরিয়ে আফগানদের বোলিং তান্ডব শুরু হয় পাকিস্তানের ব্যাটারদের উপর। এরপর একে একে আব্দুল্লাহ সফিক,সিয়াম আইয়ুব,
তাইয়াব তাহির ও আজম খানরা। তবে এরপরে অধিনায়ক শাদাব খান ও ইমাদ ওয়াসিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা আফগান বোলারদের সামনে অপর্যাপ্ত ছিল।
শেষে আফগান বোলারদের অসাধারণ বোলিংয়ের সুবাদে পাকিস্তানের ইনিংস থামে ৯২ রানে ৯ উইকেট হারিয়ে। আফগানিস্তানের হয়ে এই ম্যাচে ফজল হক ফারুকী , মোহাম্মদ নবী , মুজিবুর রহমান দুটি এবং রশিদ খান , নাভিনুল হক ও উমরজাই নেন একটি করে উইকেট।