টেস্ট সিরিজ শেষে এখন বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই দুইটি সিরিজের জন্য দল ঘোষণা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউ আই)।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিকোলাস পুরানের নেতৃত্বে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
পুরানের ডেপুটি হিসেবে ২০ ওভারের এই সংস্করণে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রোভম্যান পাওয়েলকে। চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন ওবেদ ম্যাককয়।
এছাড়াও দলে ফিরেছেন ডেভন থমাস ও কিমো পল। ওয়ানডে সিরিজেও পুরানের অধীনে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। সহ-অধিনায়ক হিসেবে আছেন শাই হোপ।
ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন গুডাকেশ মোটি। ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড : নিকোলাস পুরান(অধিনায়ক) , রোভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামারাহ ব্রুকস, অকিল হোসেন,
আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, কিমো পল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র। সংরক্ষিত খেলোয়াড় : ডমিনিক ড্রেকস।
ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড : নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), শামারাহ ব্রুকস, কেচি কার্টি, অকিল হোসেন, আলজারি জোসেফ,
ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, গুডাকেশ মোটি, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল, জেইডেন সিলস। সংরক্ষিত খেলোয়াড় : রোমারিও শেফার্ড।
টি-টোয়েন্টি সিরিজের সূচি : প্রথম টি-টোয়েন্টি- ২ জুলাই- উইন্ডসর পার্ক, ডমিনিকা, দ্বিতীয় টি-টোয়েন্টি- ৩ জুলাই- উইন্ডসর পার্ক, ডমিনিকা তৃতীয় টি-টোয়েন্টি- ৭ জুলাই- গায়ানা স্টেডিয়াম, গায়ানা।
ওয়ানডে সিরিজের সূচি : প্রথম ওয়ানডে- ১০ জুলাই- গায়ান স্টেডিয়াম, গায়ানা, দ্বিতীয় ওয়ানডে- ১৩ জুলাই- গায়ান স্টেডিয়াম, গায়ানা তৃতীয় ওয়ানডে- ১৬ জুলাই- গায়ান স্টেডিয়াম, গায়ানা।