Home / খেলার খবর / রশিদ খান ভালো উইকেটশিকারি নন: লারা

রশিদ খান ভালো উইকেটশিকারি নন: লারা

সময়ের অন্যতম সেরা বোলার আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। আইপিএলের চলতি আসরেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন এ তরুণ তারকা। এরই মধ্যে গড়েছেন তৃতীয় দ্রুততম বোলার হিসেবে আইপিএলে ১০০ উইকেট শিকারের রেকর্ড।

তবে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার ব্রায়ান লারার মত আবার ভিন্ন। তার মতে, রশিদ খান নিঃসন্দেহে ভালো বোলার। কিন্তু ভালো উইকেটশিকারি নন। তাই এবারের আইপিএলে রশিদের অভাব খুব একটা টের পাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদ- এমনটাই জানিয়েছেন লারা।

আইপিএলের চলতি আসরে শুরুটা মোটেও ভালো ছিল না হায়দরাবাদের। প্রথম দুই ম্যাচ হেরে তলানীতে ছিল কেইন উইলিয়ামসনের দল। সেখান থেকে টানা পাঁচ ম্যাচ জিতে টেবিলের দুই নম্বরে উঠে গেছে হায়দরাবাদ। নিজ দলের এমন পারফরম্যান্সে বেজায় খুশি ব্যাটিং কোচ লারা।

গত মৌসুম পর্যন্ত হায়দরাবাদের বোলিং আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিলেন রশিদ। এবার তাকে কতটা মিস করছে দল? এমন প্রশ্নের জবাবে লারা বলেছেন, ‘রশিদ খানের জন্য আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তবে আমি বিশ্বাস করি এখন আমাদের সঠিক কম্বিনেশন রয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘রশিদ খান এমন একজন বোলার যার বিরুদ্ধে প্রতিপক্ষের ব্যাটার মেরে খেলার চেয়ে ডিফেন্সের দিকেই বেশি জোর দেয়। সে খুব ভালো উইকেটশিকারি বোলার ছিল না।’

রশিদ না থাকলেও হায়দরাবাদের স্পিন ডিপার্টমেন্টে এখন আছেন ওয়াশিংটন সুন্দর, জগদিশ সুচিথ, শ্রেয়াস গোপালরা। এদের ওপর পূর্ণ আস্থার কথা জানিয়ে লারা বলেছেন, ‘ওভারপ্রতি সাড়ে ৫ বা ৬ রান দেওয়া অবশ্যই অনেক ভালো। তবে সুন্দরের মতো পাওয়ার প্লে’তে বাহাতির ভেতরে বল ঢোকানোর মতো স্পিনার থাকা দলের জন্য সম্পদ।’

লারা আরও বলেন, ‘সুন্দরের ইনজুরির কারণে সুচিথ এসেছে। সেও অসাধারণ। এখন পর্যন্ত সব ম্যাচে আমরা চার পেসার নিয়ে খেলেছি। হ্যাঁ পিচের আচরণ বদলাতে পারে, শেষের দিকে ঘাস কমতে পারে। আমাদের দলে শ্রেয়াস গোপালও আছে। যদিও এখনও সে ম্যাচ পায়নি।’

‘গোপাল এমন একজন বোলার যা নামের পাশে আইপিএল হ্যাটট্রিক রয়েছে। আমি মনে করি, আমাদের দলে এখনও যথেষ্ট গোলাবারুদ রয়েছে আইপিএলকে নতুন কিছু দেখানোর জন্য। আমি মোটেও চিন্তিত নই। রশিদের জন্য পূর্ণ সম্মান। সে এখন দলের সঙ্গে থাকলে হয়তো সাত ম্যাচে সাতটিই জিততাম, কে জানে?’

আইপিএল ক্যারিয়ারে হায়দরাবাদের হয়ে ৭৬ ম্যাচ খেলে ৯৩ উইকেট শিকার করেছিলেন রশিদ। এবার মেগা নিলামের আগে নিজেকে মুক্ত করে নেন তিনি। পরে নিলামের আগেই নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সে নাম লেখান আফগান লেগি। যেখানে সাত ম্যাচে নিয়েছেন ৮টি উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *