Home / সর্বশেষ / যেভাবে এবারের বিপিএলে সবচেয়ে দামী দল সাজিয়েছে বরিশাল

যেভাবে এবারের বিপিএলে সবচেয়ে দামী দল সাজিয়েছে বরিশাল

গত আসরের রানার্সআপ ফরচুন বরিশাল এবার দল গড়েছে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে। সাকিব আল হাসানকে সরাসরি চুক্তিতে ধরে রাখার পাশাপাশি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি।

এক ঝাঁক দেশি তরুণ ক্রিকেটারদের সাথে বিদেশি কোটায় বরিশালে খেলবেন ইফতেখার আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রাহকিম কর্নওয়ালদের মতো তারকারা।

বিপিএলের সর্বশেষ আসরে অংশ নিয়েই বাজিমাত করে ফরচুন বরিশাল। সাকিব আল হাসানের নেতৃত্বে শিরোপার খুব কাছে গেলেও উঁচিয়ে ধরা হয়নি ট্রফিটি।

রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকলেও এবারও চ্যাম্পিয়ন রেসে থাকতে দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। চলতি আসরে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে সাকিব আল হাসানকে ধরে রেখেছে ফরচুন বরিশাল।

এবারও এ অলরাউন্ডারের নেতৃত্বেই খেলবে দল। আগের বার না পারলেও এবার সাকিবের হাত ধরেই আক্ষেপ ঘোচাতে মুখিয়ে বরিশাল।

সাকিবের পাশাপাশি অভিজ্ঞ মাহমুউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজের মতো পারফর্মারকে দলে নিয়েছে দলটি। সেই সাথে এবাদত হোসেন,

খালেদ আহমেদ, এনামুল বিজয়কে ডেরায় নিয়েছে দলটি। আছেন কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, সানজামুল ইসলামের মতো ঘরোয়া ক্রিকেটের পারফরর্মাররা।

বিদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্তিকরণের বিষয়ে মুন্সিয়ানা দেখিয়েছে ফরচুন বরিশাল। ড্রাফটের ঝুঁকিতে না থেকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে ইফতেখার আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ,

কুশল পেরেরা, রাকিম কর্নওয়ালকে। এমনকি দলের কোচিং প্যানেলেও এসেছে পরিবর্তন। খালেদ মাহমুদ সুজনের পরিবর্তে এবার হেড কোচ অভিজ্ঞ নাজমুল আবেদীন ফাহিম। তার সহকারী হিসেবে থাকছেন মিজানুর রহমান বাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *