শেষ পর্যন্ত হেরে গেলেন মোশারফ হোসেন রুবেল। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক স্পিনার মোশারফ হোসেন রুবেল। সতীর্থকে হারানোর সেই খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে চোখে পানি চলে আসে লিটনের।
গতকাল এক সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন রুবেল-এর স্মৃতি স্মরণ করে লিটন দাস বলেন, ‘খুবই কষ্টের একটি খবর। বড় ভাইয়ের সঙ্গে আমি অনেক দিন খেলেছি। স্মরণীয় হয়ে থাকবে সবসময় যে জায়গায় খেলেছি। উনি যেখানেই থাক, ভালো থাক।’
এটুকু বলার পর মাথা নিচু করে অনেকক্ষণ চুপ করে থাকেন লিটন। পরে সাংবাদিকরা অন্য প্রসঙ্গে প্রশ্ন করা শুরু করেন টাইগার ওপেনারকে। কখনো আন্তর্জাতিক টেস্ট কিংবা টি-টোয়েন্টি খেলা হয়নি মোশাররফ রুবেলের। ৫ ওয়ানডেতে নিয়েছেন ৪ উইকেট।
প্রথম শ্রেণিতে খেলেছেন ১১২ ম্যাচ, দুটি সেঞ্চুরি ও ১৬টি হাফ সেঞ্চুরিতে রান ৩৩০৫ এবং বল হাতে উইকেট ৩৯২টি। চার উইকেট ১৭ বার এবং ১৯ বার পাঁচ উইকেট। ১০ উইকেট নিয়েছেন তিনবার। ১০৪টি লিস্ট এ ক্রিকেট ম্যাচ খেলে ১৭৯২ রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন ১২০টি। আর সংক্ষিপ্ত সংস্করণে খেলেছেন ৫৬ ম্যাচ, উইকেট ৬০টি।