Home / সর্বশেষ / মেসি-ডি মারিয়ার গোলে বিশ্বকাপ জয়ের কাছাকছি আর্জেন্টিনা

মেসি-ডি মারিয়ার গোলে বিশ্বকাপ জয়ের কাছাকছি আর্জেন্টিনা

শুরুতে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। এরপর ব্যবধান দ্বিগুণ করেন দি মারিয়া। ৩৬তম মিনিটে উপমেকানোর ভুলে নিজেদের অর্ধে বল পায় মেসি।

দারুণ দক্ষতায় মাক আলিস্তারকে বল বাড়ান তিনি। টেনে নিয়ে বক্সে আলিস্তার খুঁজে নেন দি মারিয়াকে। দারুণ এক শটে লরিসকে পরাস্ত করে বল জালে পাঠান জুভেন্টাসের এই ফরোয়ার্ড।

এর আগে দারুণ সব আক্রমণে ফ্রান্সের রক্ষণভাগের পরীক্ষা নিচ্ছিল আর্জেন্টিনা। ২১তম মিনিটে বাঁ দিক থেকে আলভারেসের পাওয়া বল বক্স থেকে বাইলাইন

দিয়ে শট নিতে যাওয়ার মুহূর্তে ওসমান দেম্বেলের ফাউলের শিকার হন দি মারিয়া। তাতেই পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে আলবেসিলেস্তেদের এগিয়ে নিতে ভুল করেননি লিওনেল মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *