ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১
ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়ে টেস্টেও জয়ের স্বপ্ন নিয়ে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। আগামী ১৪ ডিসেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
ঘরের মাঠে ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন জাকির। ফর্ম হারিয়ে দুঃসময়ের চক্রে থাকা মুমিনুল হক রয়েছেন টেস্ট দলে। তবে চোটের কারণে ওয়ানডে সিরিজে খেলতে না পারা অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল অনুমিতভাবে নেই টেস্টেও।
সবশেষ বাংলাদেশ টেস্ট খেলেছে গত জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেই সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে হেরে বিদায় নেন বাংলাদেশ। ওই সফরের দ্বিতীয় টেস্টের স্কোয়াড থেকে এবারের দলে তামিম ছাড়াও নেই অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও পেসার মুস্তাফিজুর রহমান। অন্যদিকে হজ করার কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে না থাকা মুশফিকুর রহিম ফিরেছেন দলে। চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ ও ইয়াসির আলি চৌধুরিও।
চোটের কারণে ওই ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন না তাসকিন। চোটের জন্য খেলতে পারেননি ভারতের বিপক্ষে চলতি সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও। ইয়াসির শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকলেও পরে ছিটকে যান চোটের কারণে। তার জায়গায় সেখানে সুযোগ পান এনামুল হক। এবার এই দুজনই আছেন দলে। দীর্ঘ দিন টেস্ট দলে ফিরেছেন এনামুল হক বিজয়।
অন্যদিকে সব শেষ ভারতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে ২০১৯ সালে ভারতের মাটিতে। সেবার দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।
এক নজরে ভারতের বিপক্ষে সম্ভাব্য টেস্ট একাদশ: (১) মাহমুদুল হাসান জয় (২) নাজমুল হোসেন শান্ত, (৩) মুমিনুল হক (৪) মুশফিকুর রহিম (৫) সাকিব আল হাসান (৬) লিটন কুমার দাস (৭) নরুল হাসান হোসান (৮) মেহেদী হাসান মিরাজ (৯) তাইজুল ইসলাম (১০) খালিদ হোসেন ও এবাদত হোসেন।