Home / খেলার খবর / মাশরাফির পর মুস্তাফিজ! রাগ করে যা বললেন অধিনায়ক রিশাভ প্যান্ট

মাশরাফির পর মুস্তাফিজ! রাগ করে যা বললেন অধিনায়ক রিশাভ প্যান্ট

২০০৯ আইপিএলের স্মৃতি কাল ফিরে এসেছিল। মাশরাফি বিন মুর্তজাকে শেষ ওভারের দায়িত্ব দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তাঁর মুখোমুখি তরুণ রোহিত শর্মা। শেষ ওভারে ২১ রান দরকার ছিল রাজস্থান রয়্যালসের।
figure class=”wp-block-image size-full”>

আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা মাশরাফিকে দুঃস্বপ্ন উপহার দিয়ে সেদিন ২৬ রান তুলে নিয়েছিলেন রোহিত! ৬ লাখ ডলারের মাশরাফির আর কখনো আইপিএলের ম্যাচে নামা হয়নি।
figure class=”wp-block-image size-full”>

মোস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এমন কিছু ঘটার সম্ভাবনা কম। আইপিএলে এ নিয়ে চতুর্থ দলে খেলছেন। টুর্নামেন্টের শুরু করেছেন ২৩ রানে ৩ উইকেট নিয়ে। গতকাল শেষ ওভারে উদার হস্তে রান দিয়েও মাশরাফির বোলিং ফিগারের (০ /৫৮) দুঃস্বপ্ন থেকে ১০ রান কম দিয়েছেন।
figure class=”wp-block-image size-full”>

কিন্তু মাশরাফির সঙ্গে এ ক্ষেত্রে মিল আছে তাঁর। গতকাল মোস্তাফিজের এক ওভারে দেওয়া ২৮ রানই তাঁর দল দিল্লি ক্যাপিটালসকে হারের দিকে ঠেলে দিয়েছে। দিল্লি অধিনায়ক ঋষভ পন্ত ম্যাচ শেষে নিজেই বলেছেন সে কথা।
figure class=”wp-block-image size-full”>

কাল ম্যাচে সুবিধাজনক অবস্থায় ছিল দিল্লি। ১৭ ওভার শেষে ১৪২ রান ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। উইকেটে শাহবাজ খান ও দীনেশ কার্তিক। নিজের শেষ ওভার করতে এসেছিলেন মোস্তাফিজ। বাংলাদেশি পেসারদের বিপক্ষে নিদাহাস ট্রফিতে তাণ্ডব চালানো কার্তিক নড়েচড়ে বসলেন।
figure class=”wp-block-image size-full”>

এরপর যা হলো, সেটা অবিশ্বাস্য। প্রথম বলের চারে শুধু ভাগ্যকে সঙ্গে পেয়েছিলেন। পরের পাঁচ বলেই নিজের দক্ষতা দেখিয়েছেন। ওভারের প্রতিটি বলেই বল সীমানাছাড়া করেছেন। এর মধ্যে দুটি ছিল ছক্কা। মোট ২৮ রান এসেছে সে ওভার থেকে।
figure class=”wp-block-image size-full”>

ম্যাচে মাত্র ১৬ রানে হেরেছে দিল্লি। মোস্তাফিজ সে ওভারে ২৮ রান না দিলে প্রয়োজনীয় রানরেট আরেকটু কম থাকত দিল্লির। আর সে ক্ষেত্রে ম্যাচে জেতার সুযোগ বাড়ত তাদের।
figure class=”wp-block-image size-full”>

ম্যাচ শেষে পন্ত বলেছেন, ‘মোস্তাফিজের ওই ওভার ম্যাচ বদলে দিয়েছে। আমার ধারণা, আরেকটু পরিকল্পনা অনুযায়ী বল করতে পারতাম আমরা। কিন্তু শেষ দিকে দীনেশ কার্তিক আমাদের চাপে ফেলে দিয়েছিলেন। এর আগেও বলেছি, আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে।’
figure class=”wp-block-image size-full”>

ওদিকে কার্তিকের মতো এক ব্যাটসম্যানকে দলে পেয়ে নিজেকে ভাগ্যবান ভাবছেন বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি। গতকাল টপ অর্ডার ব্যর্থ হয়েছিল বেঙ্গালুরুর। গ্লেন ম্যাক্সওয়েল সে ধাক্কা সামাল দিলেও গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়ে গেছেন ৫০ করেই।
figure class=”wp-block-image size-full”>

সে অবস্থা থেকে দলকে ১৮৯ রান এনে দেওয়ায় কার্তিক ও শাহবাজকে ধন্যবাদ দিয়েছেন ডু প্লেসি, ‘১৯০ রান পেতে বিশেষ ইনিংস একটা খেলা লাগেই। শাহবাজ ও দীনেশ কার্তিককে কৃতিত্ব দিতে হবে।
figure class=”wp-block-image size-full”>

আমাদের মনে হয়েছে, শেষ দিকের বোলিং অতটা ভালো হচ্ছে না আমাদের। আজ তাই বিশেষ পরিকল্পনা ছিল। কার্তিক এ মুহূর্তে যেভাবে খেলছে, শুনে ভাঙা রেকর্ড মনে হবে আমাকে, কিন্তু নিজের সেরাটা খেলছে সে। সে এত শান্ত, পরিষ্কার ও গোছানো!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *