Home / সর্বশেষ / মাঠে নামার আগেই নিজেদের দূর্বলতা স্বীকার করে নিলেন সাকিব

মাঠে নামার আগেই নিজেদের দূর্বলতা স্বীকার করে নিলেন সাকিব

বাংলাদেশের টেস্ট ক্রিকেট যেন এক গোলকধাঁধাঁ। কখনো মনে হয় ব্যাটিংটা আরেকটু ভালো হলে হতো, কখনো বোলিং। ব্যাটাররা কখনো স্পিনারদের বিপক্ষে পেরে ওঠেন না, কখনো আবার পেসার।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট আর অ্যান্টিগা টেস্টে পেসারদের বিপক্ষে ভুগেছে বাংলাদেশ। তবে অধিনায়ক সাকিব আল হাসান স্পষ্ট করেই বলেছেন, স্পিন কিংবা পেস নয়;

বাংলাদেশ আসলে কোনো কঠিন কন্ডিশনেই সার্ভাইভ করতে পারেননি। তিনি বলেছেন, ‘শেষ তিন টেস্ট দেখলে এটা বলতে পারেন (পেসারদের বিপক্ষে ব্যর্থতা)।

এর আগের দুই টেস্ট দেখলে বলবেন স্পিন। কঠিন কন্ডিশনে আমরা কখনও ওইভাবে সার্ভাইভ করতে পারিনি। আমাদের জন্য আরেকটা সুযোগ ও চ্যালেঞ্জ এখান কীভাবে ওভারকাম করতে পারি। ’

সেন্ট লুসিয়ায় দুই ধরনের অভিজ্ঞতাই আছে বাংলাদেশের। ২০০৪ সালে সিরিজের প্রথম টেস্টে সেন্ট লুসিয়ায় দারুণ পারফর্ম করে ম্যাচ ড্র করেছিল টাইগাররা।

তবে ২০১৪ সালে হারে ২৯৬ রানের বড় ব্যবধানে, দুই ইনিংসে অলআউট হয় ২০০ রানের নিচে। তবে পুরোনো অভিজ্ঞতা থেকে কিছু নেওয়ার নেই বলে মনে করেন সাকিব।

তিনি বলেছেন, ‘এতদিন আগের ম্যাচ ছিল, ওখান থেকে কিছু নেওয়ার আছে বলে মনে হয় না। গতকাল ভালো একটা ট্রেনিং সেশন করেছি, আজকে আরেকটা ভালো করে ম্যাচটা ভালোভাবে শুরু করতে চাই। ’

‘আমরা শুধু ফোকাস করতে পারি কালকের ম্যাচের প্রথম দুই ঘণ্টা; সেটা বোলিং করি বা ব্যাটিং করি। তারপর থেকে ম্যাচের সিচুয়েশন অনুযায়ী খেলতে হবে, কিন্তু প্রথম দুইটা ঘণ্টা ভালোভাবে শুরু করতে চাই। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *