Home / সর্বশেষ / মরক্কোর ফাঁদে আটকে গেল ব্রাজিল

মরক্কোর ফাঁদে আটকে গেল ব্রাজিল

গত বছরের শেষে শেষ হয়ে যাওয়া কাতার বিশ্বকাপে ব্যর্থতার মিশন শেষে নতুনভাবে শুরু করতে মাঠে নামছে ব্রাজিল। ফুটবল বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক

সংস্থা ফিফা প্রীতি ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ গেল বিশ্বকাপে চমক দেখানো উত্তর আফ্রিকার দেশ কাতার বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা দল মরক্কো।

আজ ২৬ মার্চ রোববার বাংলাদেশ সময় ভোররাত চারটায় মরক্কোর তানজাহা শহরের ইবনে বাতুতা স্টেডিয়ামে ক্যাসেমিরোর নেতৃত্বাধীন সেলেসাওদের আথিতিয়তা দিয়েছে হাকিম জিয়েখ-আশরাফ হাকিমির দেশ।

কাতার বিশ্বকাপে একদিকে যেমন আর্জেন্টিনা তার দুর্দান্ত ফর্মে থেকে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তেমনি ব্রাজিল শেষ ম্যাচে বাজে পারফর্ম করে বিশ্বকাপের আসর থেকে ছিটকে যায়।

ব্যর্থ হয় হেক্সা মিশনে। গতবছরের সেই কাতারে নিজেদের হেক্সা মিশনে গিয়ে নেইমাররা কোয়ার্টার ফাইনালেই থেমে গিয়েছিল। নতুন চেহারার ব্রাজিল মরক্কো পরীক্ষার শুরুতে ধাক্কা খেয়েছে।

টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে পিছিয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ২৯ মিনিটে সোফিয়ান্নে বৌফলে করেন গোল।

বিলাল এল খানোসের অ্যাসিস্টে বক্সের সেন্টার থেকে ডানপায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। মরক্কোর গোলদাতা পরে আরও দুইবার গোলের সুযোগ তৈরি করেন সতীর্থকে দিয়ে।

কিন্তু হাকিম জিয়েখ ও আজেদিন আউনাহির প্রচেষ্টা ব্যর্থ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *