Home / সর্বশেষ / ভারতের বিরুদ্ধে সমালোচনা করায় সাকিবের উদ্দ্যেশে যা বললেন শেবাগ

ভারতের বিরুদ্ধে সমালোচনা করায় সাকিবের উদ্দ্যেশে যা বললেন শেবাগ

কাছে গিয়েও আরও একবার ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৮৫ রানের লক্ষ্য দিয়েছিল ভারত।

পরে বৃষ্টিতে সেটা ১৬ ওভারে দাঁড়ায় ১৫১ রানে। সপ্তম ওভারে খেলা যখন বন্ধ হয়, কোনো উইকেট না হারিয়েই ৬৬ রান করেছে বাংলাদেশ।

বৃষ্টি আইনে এগিয়ে ১৭ রানে। অনেকেই মনে করছেন, বৃষ্টির বাধা না এলে বাংলাদেশ ম্যাচই জিততে পারতো। তবে তার উল্টো মত ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগের।

তিনি বলছেন, বৃষ্টি একরকম বাঁচিয়েই দিয়েছে বাংলাদেশকে। এটা না হলে হারের ব্যবধান হতো আরও বড়। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে তিনি বলেছেন,

‘সবকিছুই মরার আগে ওড়ে। বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে (পাওয়ার প্লেতে)। সব প্রদীপই একসময় নিভে যায়। আর এটাই হয়েছে। তারা চার রানে (আসলে পাঁচ) হেরেছে শুধুমাত্র বৃষ্টির কারণে, নয়তো ৪০ রানে হারতো। ’

ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান স্পষ্ট বলেছিলেন, ভারতকে হারাতে পারলে সেটা হবে অঘটন। তার এমন মন্তব্যও পছন্দ হয়নি শেবাগের।

ম্যাচ হারের পেছনেও সাকিবের দায় দেখছেন শেবাগ। তিনি বলছেন, অভিজ্ঞতা কাজে লাগিয়ে শেষ অবধি থাকা দরকার ছিল তার।

শেবাগ বলেন, ‘অধিনায়ককে দায়িত্ব নিতে হয়। শান্ত আউট হয়ে গেছে, সাকিবও ওই একই ওভারে আউট হলো। তারা দ্রুত তিন উইকেট হারিয়েছে,

যদি এখানে একটা জুটিও হতো…এটা এমনও না যে টি-টোয়েন্টিতে আপনার ৫০ রানের জুটি লাগবে। ১০ বলে ২০ রানের জুটি হলেই খেলা বদলে যেতো। ’

‘আমার মনে হয় অধিনায়ক একটা ব্যাপার মিসও করেছেন। তার অভিজ্ঞতা ছিল, দায়িত্ব নিয়ে শেষ অবধি খেলার দরকার ছিল কোহলির মতো। দলকে উদ্ধার করতে না পারলে অর্থহীন বক্তব্য দেওয়া বন্ধ করা দরকার। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *