Home / সর্বশেষ / ব্রাজিলিয়ানদের দাপটে তছনছ হয়ে গেল বার্সেলোনার স্বপ্ন
MANCHESTER, ENGLAND - FEBRUARY 23: Raphinha of Barcelona tries to calm Bruno Fernandes of Manchester United as tempers flare during the UEFA Europa League knockout round play-off leg two match between Manchester United and FC Barcelona at Old Trafford on February 23, 2023 in Manchester, United Kingdom. (Photo by Simon Stacpoole/Offside/Offside via Getty Images)

ব্রাজিলিয়ানদের দাপটে তছনছ হয়ে গেল বার্সেলোনার স্বপ্ন

আরও একবার ইউরোপিয়ান প্রতিযোগিতায় বার্সালোনার নামটি হারিয়ে গেল। চ্যাম্পিয়নস লিগ থেকে ইউরোপা লিগ, সেখান থেকে এখন বাড়ির পথ। আর এবার তাদের হারালো ম্যানইউ।

গত বার চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর বার্সালোনা ইউরোপা লিগে ছুটছিল দুর্দান্ত গতিতে। কিন্তু ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে হেরেছিল। এবার শুরুতেই হেরে গেল ম্যানইউর কাছে যার নেতৃত্বটা দিল ম্যানইউর ব্রাজিলিয়ানরা।

আগের ম্যাচে অর্থাৎ প্রথম লেগে রাশফোর্ড কাঁপিয়েছিল বার্সালোনাকে। সেই রাশফোর্ডকে দ্বিতীয় লেগে আটকানোর পরিকল্পনা করেই মাঠে নেমেছিল জাভি।

কিন্তু তারা রাশফোর্ডকে আটকাতে পারলেও দুই ব্রাজিলিয়ান ফ্রেড এবং অ্যান্থনিকে আটকাতে পারেনি। তারা দুজনেই দুটি গোল করে ম্যাচে জয় তুলে নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *