Home / সর্বশেষ / ব্রাজিলকে পাত্তাই দিলনা ডেনমার্ক

ব্রাজিলকে পাত্তাই দিলনা ডেনমার্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গত রাতে ইউরোপের শক্তিশালী দল ডেনমার্কের বিপক্ষে মাঠে নেমেছিল ল্যাতিনের জায়ান্ট ব্রাজিল। এই ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক।

নারীদের এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ডেনমার্কের মাঠে। ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে জয় পায় স্বাগতিকরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে ১৭ মিনিটের

সময় জানি থমসেনের গোলে এগিয়ে যায় ডেনমার্ক। এরপর দুই দলই অনেকগুলো আক্রমন করে কিন্তু গোল যেন আসছিলই না। এভাবেই চলতে থাকা

ম্যাচের ৮৭ মিনিটে ক্রিশ্চিয়ানে ডে অলিভিয়েরা গোল করে সমতায় ফেরান ব্রাজিলকে। ম্যাচে যখন ১-১ গোলে সমতা, তখন অতিরিক্ত সময়ে মিলি গেজলের গোলে ফের লিড নেয় ডেনমার্ক এবং শেষ পর্যন্ত ২-১ গোলে জয় লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *