Home / V-NEWS / বেলজিয়ামের সাথে ভালো খেলেও ভাগ্যের কাছে হেরে গেলো কানাডা

বেলজিয়ামের সাথে ভালো খেলেও ভাগ্যের কাছে হেরে গেলো কানাডা

দোহা শহরের মধ্যেই অবস্থিত আহমেদ বিন আলী স্টেডিয়াম। সেই স্টেডিয়ামে উপস্থিত সকলে কানাডার নৈপুণ্য অভিভূত। যদিও শেষ পর্যন্ত বিশ্ব র‍্যাংকিংয়ে ২ নম্বর দল বেলজিয়ামই ম্যাচ জিতেছে। ১-০ গোলে রবার্তো মাটিনেজের দল কানাডাকে হারায়।

ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি পায় কানাডা। রেফারি প্রথমে এড়িয়ে গেলেও ভিএআর পেনাল্টি দেয়৷ বেলজিয়ামের মিডফিল্ডার ইয়ানিক কারাসকো হলুদ কার্ড দেখেন। কানাডর আলফোনসো ডেভিস মিস করেন গোল। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন কর্তোয়া।

প্রথমার্ধের ৪৪ মিনিটে অল্ডারউয়েরেল্ডের বাড়ানো বলে বাতসুয়াইর শটে গোল পায় বেলজিয়াম৷ ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বেলজিয়াম।

ম্যাচের দ্বিতীয়ার্ধে বেলজিয়াম প্রথম দিকে বেশ আক্রমণ করলেও গোল পায়নি। অন্য দিকে কানাডা সমতা আনার সুযোগ হাতছাড়া করে। ফলে বেলজিয়াম ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *