অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ দলের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ মিঠুন এবং মোসাদ্দেক হোসেন সৈকত। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে আজ সকালে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে পৌঁছে সরাসরি টিম হোটেলে উঠেছে টাইগাররা।
তাদের সাথে রয়েছে মোহাম্মদ মিথুন এবং মোসাদ্দেক হোসেন সৈকত। মূলত জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না এই দুই ক্রিকেটার। তবে মুশফিকুর রহিম এবং লিটন দাসের না খেলার কারণে এই দুইজনকে স্কোয়াডে যুক্ত করেছে বিসিবি। এছাড়াও দল থেকে বাদ পড়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।
অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাইম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন।