Home / খেলার খবর / ২০ বছর বয়সে করা আশরাফুলের সেই রেকর্ড ভেঙ্গে দিল জো রোট

২০ বছর বয়সে করা আশরাফুলের সেই রেকর্ড ভেঙ্গে দিল জো রোট

এবার লর্ডস টেস্টে শেষ দিনের রোমাঞ্চে হারলেও প্রথম ইনিংসে ১৮০ রানের ঝলমলে ইনিংস খেলেন ইংলিশ অধিনায়ক জো রুট, করেছেন বেশ দুর্লভ একটি রেকর্ড।

এক ইনিংসে দুবার হ্যাটট্রিক বল খেলার রেকর্ডটি মোহাম্মদ আশরাফুলের পর এখন একমাত্র রুটেরই আছে।এদিকে লর্ডস টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের টানা দুই বলে ডম সিবলি ও হাসিব হামিদ আউট হলে হ্যাটট্রিক বলে মুখোমুখি হন জো রুট।

সিরাজকে হ্যাটট্রিক বঞ্চিতও করেন তিনি।ইনিংসের ১৫ তম ওভারের এই ঘটনার পর ১১১ তম ওভারের শেষ দুই বলে ভারতীয় পেসার ইশান্ত শর্মা ফেরান মইন আলি ও স্যাম কারেনকে।

ইশান্ত তার পরের ওভারে বোলিংয়ে আসলে তার মুখোমুখি হন জো রুট। এবার ইশান্তকেও হ্যাটট্রিক বঞ্চিত করেন রুট।এদিকে জো রুটের আগে এই রেকর্ড কেবল বাংলাদেশের সাবেক অধিনায়ক ও সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলেরই আছে।

২০০৪ সালে ভারতের বিপক্ষে টেস্টে ৬০ রানে দুর্দান্ত এক ইনিংস খেলার পথে ইরফান পাঠানকেই দুবার হ্যাটট্রিক বঞ্চিত করেছিলেন মোহাম্মদ আশরাফুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *