রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার যে নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী দেশটির পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা স্থল, নৌ ও বিমান বাহিনীর দল প্রস্তুত হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্ররিতক্ষামন্ত্রী ও সামরিক বাহিনীর প্রধান জেনারেল সের্গেই শোইগু।
সোমবার এক বিবৃতিতে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘রুশ ফেডারেশনের সুপ্রিম কমান্ডার ভ্লাদিমির পুতিনের নির্দেশ অনুযায়ী রাশিয়ার স্থল,
নৌ ও বিমান বাহিনীর যেসব সদস্য পারমাণবিক অস্ত্রের দায়িত্বে আছেন, তাদেরকে ইতোমধ্যে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’ ‘ইতোমধ্যে উত্তর মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের রুশ নৌবহর ও
বিমানবাহিনীর দূরপাল্লার বিভাগ বরাবর রুশ প্রেসিডেন্টের নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, পরমাণু অস্ত্র পরিচালনা ইউনিটের সদস্যদের যেন চলমান অভিযানের সাধারণ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
এছাড়া যে কোনো সময় (অস্ত্র ক্ষেপণের) নির্দেশ পালনের জন্য প্রযোজনীয় প্রস্তুতির কাজও সম্পন্ন করতে বলা হয়েছে সংশ্লিষ্ট সদস্যদের।’ রাশিয়ার এমন খবর প্রকাশের পর বাঁচার আকুতি জানিয়েছে জেলেনস্কি ।
ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তাৎক্ষণিক সদস্যপদের জন্য আবেদন করেছে ইউক্রেন। সোমবার এক ভিডিওবার্তায় এই তথ্য জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি।
ইউক্রেনের জনগণের উদ্দেশে ভিডিওবার্তায় জেলেনস্কি বলেন, ‘আমাদের লক্ষ্য হলো সব ইউরোপীয়র সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা এবং আমি মনে করি এটি ন্যায্য ও সম্ভবও।’
‘এ কারণেই আমরা ইইউয়ের সদস্যপদের জন্য আবেদন করেছি। পাশাপাশি ইইউ কর্মকর্তাদের অনুরোধ করেছি, বর্তমান পরিস্থিতিকে বিবেচনায় রেখে যেন যত দ্রুত সম্ভব, অর্থাৎ তাৎক্ষণিকভাবে যেন আমাদের আবেদন মঞ্জুর করা হয়।’