ইউক্রেনে হা মলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবারের এ হামলার পর রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কিয়েভ। রাশিয়ান সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমিন জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, আমরা রাশিয়ার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছি। তবে
যুদ্ধের শুরুতেই রাশিয়ার বি রুদ্ধে যুদ্ধের ময়দানে ইউক্রেনের পাশে ব্রিটেন দাঁড়াবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিটের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি টুইটে এ তথ্য জানানো হয়েছে।
খবর সিএনএনের। এ ঘোষণার মাধ্যমে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ না নেয়ার বিষয়টি পরিষ্কার করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি)
সকালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর দেশটির প্রেসিডেন্টে ভ্লদিমির জেলেনস্কিকে ফোনে এ কথা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। জনসন বলেন, বৃহস্পতিবার সকালের ঘটনায় আমি হতবাক।
ইউক্রেনের সাহসী জনতা এ হামলা প্রতিহত করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এ সময় রাশিয়ার হামলা প্রতিহত করতে যুদ্ধের মাঠে ইউক্রেনের পাশে ব্রিটেন দাঁড়াবে না বলেও জানান বরিস জনসন।