ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের ৫৪তম ম্যাচে মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালসকে ৮৬ রানে হারিয়েছে সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স।
দিনের প্রথম ম্যাচের মত এই ম্যাচও হয়েছে একপেশে।শারজায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান জড়ো করে কলকাতা।
সাকিব একাদশে থাকলেও ব্যাট করার সুযোগ পাননি। বল হাতে এদিন আলো ছড়াতে পারেননি মুস্তাফিজ। সতীর্থদের ব্যর্থতায় পাননি উইকেটের দেখাও। ৪ ওভার বল করে তিনি খরচ করেন ৩১ রান।
সাঙ্গাকারাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিনা, তিনি বলেন, আপনি এটা বলতে পারেন। ম্যাচের পর তিনি বলেন, এটা আমাদের জন্য লজ্জা। এতভাল একটা ব্যাটিং লাইনআপ নিয়ে কেকেআরের সামনে দাঁড়াতেই পারলাম না। “এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল।
কিন্তু ছেলেরা এত বাজে খেলবে তা আমি কখনো ভাবিনি। “দুর্ভাগ্যবশত আমরা কন্ডিশন অনুযায়ী খেলিনি এবং কলকাতা সত্যিই ভাল বোলিং করেছে এবং আমরা উইকেট হারাতে থাকি যাতে ম্যাচের কোন সময়েই আমরা আধিপত্য করতে না পারি।