Home / বাংলা হেল্‌থ / চরম ক্ষেপেছে মুস্তাফিজ ! আবারো মুস্তাফিজের ওভারে সহজ ক্যাচ ছেড়ে দিল স্যামসন!

চরম ক্ষেপেছে মুস্তাফিজ ! আবারো মুস্তাফিজের ওভারে সহজ ক্যাচ ছেড়ে দিল স্যামসন!

বাংলাদেশের দুই তারকা প্রতিপক্ষ হয়ে মাঠে নেমেছেন আইপিএলে। সেখানে অবশ্য ভালো পারফর্ম করতে পারেননি মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের হয়ে বোলিং করতে নেমে বেশ খরুচে ছিলেন তিনি।

তাদের ১৭২ রানের বড় লক্ষ্য দিয়েছে সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স। বৃহস্পতিবার শারজাহতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান।

কলকাতাকে ৭৯ রানের বড় উদ্বোধনী জুটি এনে দেন ভেঙ্কাটেশ আয়ার ও শুভমন গিল। ৩ চার ও ২ ছক্কায় ৩৫ বলে ৩৮ রান করে তেওয়াটিয়ার বলে আয়ার আউট হলে এই জুটি ভাঙে।

৪৪ বলে ৫৬ রান করে আউট হন আরেক ওপেনার শুভমন গিল। এই দুইজনের বিদায়ের পর যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেভাবে আগায়নি কলকাতার ইনিংস। রাহুল ত্রিপাটি ১৪ বলে ২১, দিনেশ কার্তিক ১১ বলে ১৪ ও ইয়ন মরগান ১১ বলে করেন ১৩ রান।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান করে কলকাতা নাইট রাইডার্স। ৪ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৮ রান দিয়ে ১ উইকেট নেন ক্রিস মরিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *