Home / খেলার খবর / রুতুরাজ ঝড়ে ক্ষতবিক্ষত মুস্তাফিজের পক্ষে ঢাল ধরলেন বন্ধু লাসিথ মালিঙ্গা

রুতুরাজ ঝড়ে ক্ষতবিক্ষত মুস্তাফিজের পক্ষে ঢাল ধরলেন বন্ধু লাসিথ মালিঙ্গা

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে সবচেয়ে কৃপণ বোলারদের একজন মুস্তাফিজুর রহমান। তার ওভারে বাউন্ডারি হাঁকানো তো দূরের কথা, সিঙ্গেল বের করাও অনেক সময় কঠিন হয়ে পড়ে প্রতিপক্ষের ব্যাটারদের জন্য।

অথচ সেই মুস্তাফিজই শনিবার (২ অক্টোবর) রাজস্থান রয়্যালসের সবচেয়ে খরুচে বোলার! ৪ ওভারে দিয়েছেন গুণে গুণে ৫১ রান। উইকেটের দেখা পাননি একটিও।

ভাবা যায়! বল হাতে এমন দিন ভুলে যেতেই চাইবেন কাটার মাস্টার। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এদিন বল হাতে প্রথম দুই ওভারে রান নিয়ন্ত্রণে রাখলেও, শেষ দুই ওভারে যেন ছন্দ হারিয়ে ফেলেন ফিজ।

তার বলে প্রতিপক্ষের ব্যাটারদের চার-ছক্কার ফুলঝুড়িতে হঠাৎ করে মনে হতেই পারে মুস্তাফিজ নয়, বল করছেন অন্য কেউ। এদিকে মুস্তাফিজের বিবর্ণ থাকার দিন আইপিএল ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি করেছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াদ।

তবে মুস্তাফিজের এমন বিবর্ণ দিনে ঢাল হয়ে পাশে দাড়ালেন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। তিনি বলেন, সবার বুঝার উচিৎ মুস্তাফিজের মত এত কৃপন বোলার যে পিচে মার খেয়েছে সে পিচ টা কেমন হতে পারে।

যারা আজ মুস্তাফিজের সমালোচনা করছে গতকালও কিন্তু সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল। সুতরাং এই মুহুর্তে সবার উচিৎ সমালোচনা না করে সাহস দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেওয়া।

উল্লেখ্য, ১৫৮ টুয়েন্টি ম্যাচে চতুর্থ বারের মতো ৫০ বা তার বেশী রান খরচ করেছে মুস্তাফিজ । আইপিএল ক্যারিয়ারে দ্বিতীয় বার! আইপিএলে ৩৬ ম্যাচে তৃতীয় বারের মতো ৪০+ রান খরচ ফিজের! একজন মানুষ প্রতিদিন ভালো করবেনা। পরের ম্যাচেই তিনি দূ্র্দান্ত ভাবে কামব্যাক করবেন সেটাই বিশ্বাস!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *