চলতি আইপিএলের চতুর্দশ আসরে দুর্দান্ত বোলিং করে যাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান। প্রতিটি ম্যচেই তাকে খেলাচ্ছিল রাজস্থান রয়্যালস। ডেথ ওভার মানেই যেন মুস্তাফিজ।
কিন্তু আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দেখা গেল অন্য এক মুস্তাফিজকে। রুতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাদেজাদের হাতে তিনি বেদম মার খেয়েছেন।
শেষ ওভারে সেঞ্চুরি করে ফেলা রুতুরাজের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ধোনির চেন্নাই সুপার কিংসের সংগ্রহ ৪ উইকেটে ১৮৯ রান। চলতি আসরে এটাই সর্বোচ্চ স্কোর। আর রুতুরাজ হাঁকালেন আসরের চতুর্থ সেঞ্চুরি।
সেঞ্চুরি হাঁকিয়ে বিরতিতে রুতুরাজ বলেন, আমি খুব আনন্দিত যে আমার এই ইনিংসের উপর ভর করে একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দিতে পেরেছি। ‘এটা আমাদের দলের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ন ইনিংস ছিল।
তবে আমি সবচেয়ে বেশি উপভোগ করেছি মুস্তাফিজের শেষ বলে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি তুলে নিয়ে। মুস্তাফিজকে ধন্যবাদ এমন একটি দারুন ডেলিবারি দেওয়ার জন্য। এক কথায় অসাধারন একটা দিন ছিল আজ আমার জন্য।
উল্লেখ্য, ১৫৮ টুয়েন্টি ম্যাচে চতুর্থ বারের মতো ৫০ বা তার বেশী রান খরচ করেছে মুস্তাফিজ । আইপিএল ক্যারিয়ারে দ্বিতীয় বার! আইপিএলে ৩৬ ম্যাচে তৃতীয় বারের মতো ৪০+ রান খরচ ফিজের! একজন মানুষ প্রতিদিন ভালো করবেনা। পরের ম্যাচেই তিনি দূ্র্দান্ত ভাবে কামব্যাক করবেন সেটাই বিশ্বাস!