Home / চাকুরীর খবর / রাজস্থানে সবদিক থেকে আলো ছড়াচ্ছেন মুস্তাফিজ, মুগ্ধ হয়ে যা বললেন চামিন্দা ভাস

রাজস্থানে সবদিক থেকে আলো ছড়াচ্ছেন মুস্তাফিজ, মুগ্ধ হয়ে যা বললেন চামিন্দা ভাস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরে দুর্দান্ত ফর্মে আছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। রাজস্থান রয়্যালসের হয়ে নিয়মিত জয়ের দেখা না পেলেও বোলিং দিয়ে নিয়মিত প্রশংসা কুড়াচ্ছেন ঠিকই। বুধবার (২৯ সেপ্টেম্বর) নজর কাড়লেন ফিল্ডিং দিয়েও।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে আসরে নিজেদের ১১তম ম্যাচে মুস্তাফিজ দারুণ প্রচেষ্টায় একটি ছক্কা আটকান, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মাতামাতি। ব্যাঙ্গালোরের ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে কার্তিক তিয়াগিকে সজোরে হাঁকান গ্লেন ম্যাক্সওয়েল।

কিন্তু বাউন্ডারি লাইনে দাঁড়ানো মুস্তাফিজ বলের গতিবিধি বুঝে লাফিয়ে ওঠেন। তার দুর্দান্ত প্রচেষ্টায় নিশ্চিত ছক্কা থেকে বঞ্চিত হয় ব্যাঙ্গালোর। সেই বলে বিরাট কোহলিরা পান মাত্র ১ রান।

বল হাতেও যথারীতি দ্যুতি ছড়িয়েছেন মুস্তাফিজ। ক্রিস মরিসরা যেখানে দেদারসে রান বিলিয়েছেন, মুস্তাফিজ সেখানে ৩ ওভার বল করে ২০ রানের খরচায় শিকার করেছেন জোড়া উইকেট। মুস্তাফিজ ছাড়া আর কেউই উইকেট পাননি ব্যাঙ্গালোরের।

সব মিলিয়ে মুস্তাফিজের পারফরম্যান্সে বিমোহিত সমর্থকরা। তার বন্দনায় জমা পড়েছে অসংখ্য টুইট। মুস্তাফিজের এমন দূর্দান্ত বোলিং দক্ষতা দেখে প্রশংসা করতে বাধ্য হয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের সেরা ফাস্ট বোলার চামিন্দা ভাস।

তিনি বলেন, মুস্তাফিজ প্রতিটি ম্যাচে ভিন্ন ভিন্ন কৌশলে নিজেকে প্রমান দিয়ে যাচ্ছে। আমি মনে করি এই ছেলেটাকে যদি আরো ভাল করে যত্ন নেওয়া হয় সে হবে বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা সোনালী ফসল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *