সময়টা স্বপ্নের মতোই যাচ্ছে আর্জেন্টিনার। গত আড়াই বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে হারতে ভুলে গেছে দলটি। ২০১৯ সালে কোপা আমেরিকায় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হেরেছিলো, তারপর থেকে অজেয় আছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনার সামনে এবার সৌদি আরবের চ্যালেঞ্জ। মধ্যপ্রাচ্যের দেশটির বিপক্ষে-ই কাতার বিশ্বকাপের মিশন শুরু হতে যাচ্ছে আকাশী-নীলদের।
আজ (মঙ্গলবার) বিকালে কাতার বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ম্যাচে সৌদি আরবের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে মেসিরা। রাজধানী দোহায় লুসাইল স্টোডিয়াম ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপের আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। এতে, আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ ম্যাচ অপরাজিত রেকর্ড থাকার ব্রাজিলের রেকর্ডটি ছাড়িয়ে যায় আলবিসেলেস্তেরা।
এবার, লাতিন আমেরিকা চ্যাম্পিয়নদের সামনে বিশ্ব রেকর্ড ছোঁয়ার হাতছানি। আজ সৌদি আরবে বিপক্ষে কোনরকম হার এড়াতে পারলেই ইতালির বিশ্বরেকর্ড ছুয়ে ফেলবে দলটি।
বিশ্ব ফুটবলে টানা সবচেয়ে বেশি ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি ইতালির দখলে। আজ হার এড়াতে পারলে মেসিদেরও টানা অপরাজিত থাকার রেকর্ড ৩৭-এ গিয়ে ঠেকবে।
২০১৯ সালে কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চিলিকে হারিয়ে আর্জেন্টিনার যে অজেয় যাত্রা শুরু হয়, সেই ধারা এখনও চলছে। এবার, মেসিদের সামনে সুযোগ বিশ্বকাপেই আরেকটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলার।