আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বিপিএলের নবম আসর৷ ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে দল গুলো। আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটারেরা ।
গতকাল মঙ্গলবার ঢাকায় এসেছেন পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরও। এবারের আসরে বিপিএল ও বাংলাদেশ ক্রিকেটের সফলতম অধিনায়ক
মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সে হয়ে বিপিএল মাতাবেব পাকিস্তানের এই পেসার৷ সিলেট স্ট্রাইকার্সের মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দীন
আমিরের দেশে পৌছানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন৷ এদিকে বিপিএল এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো করে আবারও পাকিস্তানের হয়ে খেলতে চান এই পাকিস্তানি পেসার।
বিপিএল খেলতে আসার আগে তাই আমির সংবাদমাধ্যমকে জানিয়েছেন, আবার পাকিস্তানের হয়ে খেলতে চান তিনি। আমির বলেছেন,
‘নাজাম শেঠি খুব ভালো মানুষ। তিনিই আমাকে জাতীয় হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করতে দিয়েছেন।