বাংলাদেশ দলের হেড কোচের দায়িত্ব ছেড়েছেন রাসেল ডমিঙ্গো। ভারত সিরিজের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পদত্যাগপত্র পাঠিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।
২০১৯ সালে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু সাফল্যই এসেছে তার হাত ধরে। তার অধীনে ২২ টেস্ট খেলেছে বাংলাদেশ দল, এর মধ্যে পেয়েছে তিনটি জয়,
১৭ হারের সঙ্গে ড্র এসেছে কেবল দুই ম্যাচে। এর মধ্যে ছিল নিউজিল্যান্ডকে তাদের মাটিতে টেস্ট হারানোর মতো ঘটনাও। এছাড়া ৩০ ওয়ানডের ২১টিতে জয় পেয়েছে দল।
পদত্যাগপত্রে সাকিব আল হাসানদের শুভকামনা জানিয়েছেন ডমিঙ্গো। তার দায়িত্ব ছাড়ার বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান
জালাল ইউনুস বলেছেন, “সে পদত্যাগ করেছে, এটা ঠিক আছে। গতকাল রাতে আমাদের সিইওকে একটা চিঠি দিয়েছে পদত্যাগের ইমিডিয়েট ইফ্যাক্ট”।
“এখানে কোনো কারণ দেখায়নি। সে বিসিবিকে ধন্যবাদ জানিয়েছে, বোর্ড তাকে যে সাপোর্ট দিয়েছে এর জন্য। বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়েছে যেন ভবিষ্যতে ভালো ক্রিকেট খেলতে পারে। চুক্তি অনুযায়ীই তার সঙ্গে সব ক্লোজ করা হবে।”