আইপিএলের ২০তম ম্যাচে মুখোমুখি রাজস্থান রয়্যালস আর লখনৌ সুপার জায়ান্টস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল।
অর্থাৎ সঞ্জু স্যামসনের রাজস্থান প্রথমে ব্যাটিং করবে। দুই দলের মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে লখনৌ। চার ম্যাচের তিনটি জিতে তারা পয়েন্ট তালিকার চার নম্বরে।
তিন ম্যাচে দুই জয় নিয়ে তার পরের অবস্থানেই রাজস্থান। রাজস্থান একাদশ জস বাটলার, দেবদূত পাডিক্কেল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), সিমরন হেটমায়ার,
রসি ভ্যান ডার ডাসেন, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ইয়ুজবেন্দ্র চাহাল, কুলদ্বীপ সেন, প্রসিধ কৃষ্ণা। লখনৌ একাদশ লোকেশ রাহুল (অধিনায়ক),
কুইন্টন ডি কক, মার্কাস স্টয়নিস, দীপক হুদা, আয়ুস বাদোনি, জেসন হোল্ডার, ক্রুনাল পান্ডিয়া, কৃষ্ণাপা গৌতম, আভেশ খান, দুশমন্ত চামিরা, রবি বিষ্ণুই।