ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিজেদের পঞ্চম ম্যাচে আজ রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটালস। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে আজ রাত ৮ টায়। দিল্লি ক্যাপিটালস একাদশে এসেছে একটি পরিবর্তন। সরফরাজ খান এর পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ।
figure class=”wp-block-image size-full”>
টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়লাভ করেছিল দিল্লি ক্যাপিটালস। এরপর পরপর দুই ম্যাচে হেরে কিছুটা বাজে ভাবে শুরু করে দিল্লি। তবে শেষ ম্যাচে তারা কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে। এখন পর্যন্ত চার ম্যাচের মধ্যে দিল্লির জয় দুটি। যেখানে তারা চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালস।
figure class=”wp-block-image size-full”>
দিল্লি ক্যাপিটালস : পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পান্ত (অধিনায়ক, উইকেট কিপার), ললিত যাদব, সরফরাজ খান, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মুস্তাফিজুর রহমান, খালিল আহমেদ।
figure class=”wp-block-image size-full”>
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুয়শ প্রভুদেসাই, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসরাঙ্গা, সিদ্ধার্থ, মোহাম্মদ সিরাজ, জোশ হ্যাজেলউড