মোহামেডানের থেকে মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজকে দলে নিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে তারকাখচিত দল পড়েছিল ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে জার্সি উন্মোচন করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অনুষ্ঠানে ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিয়মিত ক্রিকেটার সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদ।
figure class=”wp-block-image size-full”>
তবে শুরুতেই তারকা ক্রিকেটারদের বাহিনী মোহামেডান স্পোর্টিং ক্লাব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরে স্কোয়াডের মাহমুদুল্লাহ রিয়াদ যোগ দিলেও শেষ পর্যন্ত শেষ রক্ষা হয়নি তাদের। নিয়মিত তারকা ক্রিকেটারদের না পেয়ে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে মোহামেডান।
figure class=”wp-block-image size-full”>
তবে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে থেকে মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজকে দলে ভিড়িয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলে দেশে ফিরেছে এই দুই ক্রিকেটার।