Home / সর্বশেষ / বাংলাদেশে এসেই লিটন-তাসকিনদের নিয়ে পাম দিয়ে দিলেন রোহিত শর্মা

বাংলাদেশে এসেই লিটন-তাসকিনদের নিয়ে পাম দিয়ে দিলেন রোহিত শর্মা

মুস্তাফিজ ছাড়া এবারের আইপিএলে এখন অব্দি নেই বাংলাদেশি কেউই। ২৩ ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মিনি নিলামে অবশ্য ছয়জন খেলোয়াড় নাম দিয়েছেন।

তারা হলেন- সাকিব আল হাসান, লিটন দাশ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ এবং আফিফ হোসেন।

প্রথম ওয়ানডের আগে প্রেস কনফারেন্সে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার সামনে স্বাভাবিকভাবেই এসেছে আইপিএল প্রসঙ্গ। রোহিতও দিয়েছেন

বাংলাদেশের ভক্ত-সমর্থকদের খুশি করে দেবার মতো উত্তর, “আমি আশা করি, ওরা সুযোগ পাবে। ওরা ভালো ক্রিকেটার, সুযোগ পেলে নিশ্চিতভাবেই ওরা আরও ভালো করবে।”

তবুও থাকে যদি-কিন্তু! তবে রোহিত শুনিয়েছেন আশার গান, “আইপিএলের দলগুলো এখনও পরিকল্পনা শুরু করেনি। আমি মনে করি লিটন-সাকিবদের সুযোগ পাওয়া উচিত।”

সেইসাথে প্রথম ওয়ানডে নিয়েও কথা বলেছেন রোহিত, “সিরিজটা রোমাঞ্চকর হবে, সব সময় যা হয়। আমাদের খুব ভালো করতে হবে ওদের বিপক্ষে জিততে হলে।”

সূত্রঃ অলরাউন্ডার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *