ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে সোনালী সময় পার করছেন আনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে নিজেকে চিনিয়েছেন অন্য মাত্রায়।
সবখানেই এখন হচ্ছে এনামুল হক বিজয়ের চর্চা। এতটাই দুর্দান্ত পারফরম্যান্স করছেন যে তার প্রশংসায় পঞ্চমুখ সাবেক ক্রিকেটাররা। এবার ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে বিশ্বরেকর্ড গড়তে যাচ্ছেন আনামুল হক বিজয়।
দেশের ক্রিকেটের ইতিহাসে ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবারের মতো এক হাজার রানের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে কোন ব্যাটসম্যান। ঢাকা প্রিমিয়ার লিগে আর মাত্র বাকি রয়েছে দুইটি রাউন্ড।
আর এই দুই ম্যাচে ৭০ রান করতে পারলে ডিপিএল টুনামেন্টে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন আনামুল হক বিজয়।
সবশেষ সাত ইনিংসের ছয়টিতে পেয়েছেন ফিফটি। লিগে সর্বমোট ১৩ ম্যাচে ৮ ফিফটি ও দুই সেঞ্চুরিতে করেছেন ৯৩০ রান। স্ট্রাইক রেট একশর কাছাকাছি। অবিশ্বাস্য ধারাবাহিকতায় আবারও জাতীয় দলে ফেরার দাবি জানাচ্ছেন!