Home / সর্বশেষ / বর্তমান ব্যাটিং লাইনআপকে ২২ বছর আগের ব্যাটিং লাইনআপের সাথে তুলনা করে যা বললেন ফাহিম স্যার

বর্তমান ব্যাটিং লাইনআপকে ২২ বছর আগের ব্যাটিং লাইনআপের সাথে তুলনা করে যা বললেন ফাহিম স্যার

২২ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ। কিন্তু সত্য বলতে বাংলাদেশ টেস্ট খেলা দেখলে মনে হবে এরা তো ব্যাটই ধরতে জানেনা। অথচ বাংলাদেশের অভিষেক ম্যাচে অভিষেক ইনিংস ছিল দেখার মত।

২০০০ সালে ভারতের বিপক্ষে ঘরের মাঠে আমিনুল ইসলাম বুলবুলের সেঞ্চুরিতে প্রথম ইনিংসের ৪০০ রান করেছিল টাইগাররা। কিন্তু এখন বাংলাদেশের কাছে সেই ৪০০ রান স্বপ্নের মত।

শেষ বাংলাদেশ কবে টেস্ট ইনিংসে ৪০০+ রান করেছে সেটি হয়তো মনে করতে আপনাকে রেকর্ড দেখতে হবে। তবে কেন এমন হাল? ২২ বছরে কতটুকু উন্নতি হয়েছে বাংলাদেশের?

এমন এক প্রশ্নের উত্তর দিয়েছেন দেশবরেণ্য ক্রিকেট বিশ্লেষক ও প্রশিক্ষক নাজমুল আবেদিন ফাহিম। দেশের অভিষেক টেস্টের প্রসঙ্গ টেনে কোচ ফাহিম বলেন, ‘ফিরে যান ২২ বছর আগে।

আমরা প্রায় অপ্রস্তুত অবস্থায় শুরু করেও ভারতের বিপক্ষে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করেছিলাম। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করিনি, ম্যাচ হেরেছিলাম। সবই সত্য।’

‘কিন্তু আমাদের শুরুর ব্যাটিংয়ের ধরন, প্রক্রিয়া, কায়দা ছিল শতভাগ পারফেক্ট। টেস্ট ব্যাটিংয়ের মেজাজ যেমন হওয়া দরকার আমরা তেমন শুরুই করেছিলাম।

কিন্তু ২২ বছর পর এসে আমরা তা করতে পারছি না। আমরা এখন যে ব্যাটিংটা করছি, সেটা টেস্ট ব্যাটিং হচ্ছে না।’ ‘ব্যাট চালনার মেজাজ, ধরন কোনোটাই টেস্ট উপযোগী নয়।

টেস্ট ব্যাটিং মানে লম্বা সময় উইকেটে থাকার মানসিকতা নিয়ে নামা। আমরা সেই মানসিকতা হারিয়ে ফেলেছি। ভুলে গেছি ঐ টেস্ট ব্যাটিংয়ের মানসিকতা নিয়ে না খেলে টেস্টে সফল হওয়া সম্ভব নয়”। জাগো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *