বাংলাদেশ দলের জন্য বোঝার কারণ হয়ে দাঁড়িয়েছে বাজে ব্যাটিং। যেটা নিয়ে বিগত কয়েক মাস ধরেই হচ্ছে নানা আলোচনা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে শুরুতেই টেস্ট সিরিজে ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজেও শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা।
যদিও বৃষ্টির কারণে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়েছে মাত্র ১৩ ওভার। এরপরেই পরিত্যক্ত হয়েছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ তবে বাংলাদেশ দলের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠেছে ব্যাটিং।
এই ১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র ১০৫ রান তুলতে পারে টাইগার ব্যাটাররা। সাকিব আল হাসান আর নুরুল হাসান সোহান ছাড়া বলার মত আর কেউ রান করতে পারেনি।
এমনকি তারা দুইজন যে ইনিংস বড় করতে পেরেছেন তা ও নয়। এরপর থেকেই প্রশ্ন উঠেছে সেদিনের ভয়ঙ্কর ফেরি যাত্রাই কি কাল হলো বাংলাদেশ দলের জন্য?
সেটি একেবারেই মানতে নারাজ হেড কোচ রাসেল ডমিঙ্গো। তিনি বলেন, “কোনো অজুহাত নয়। এটি ওয়েস্ট ইন্ডিজের জন্যও সমান ছিল।
তারাও গতকাল অনুশীলন করতে পারেনি, তারাও একই ফেরিতে ছিল। তাই এ ব্যাপারে কোনো অজুহাত নয়”। দ্বিতীয় ম্যাচে দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস ডমিঙ্গো আরো বলেন,
“বেশ কয়েকজন খেলোয়াড় গত কয়েক সপ্তাহ ধরে কোনো ম্যাচ খেলেনি। আফিফ, রিয়াদ- তারা ঢাকায় অনুশীলন করছিল। অন্তত আজকে কিছু সময় পাওয়া গেছে ম্যাচের। আমি নিশ্চিত দ্বিতীয় ম্যাচে আমরা ভালো খেলব”।