Home / সর্বশেষ / প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে নতুন এক রেকর্ডের দাঁড়প্রান্তে ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে নতুন এক রেকর্ডের দাঁড়প্রান্তে ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল

টি-টোয়েন্টিতে তামিম ইকবাল এখন প্রাক্তনদের কাতারে। খেলছেন ওয়ানডে ও টেস্ট ম্যাচ। ওয়ানডেতে দলীয় অধিনায়ক তিনি,

টেস্টে দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটারও বটে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রায় ১৫ বছর পার করেও ফেললেন বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়ক।

ডিসেম্বরের শুরুতে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ডিসেম্বরের ৪ তারিখ মিরপুরে প্রথম ওয়ানডে ম্যাচে ভারতের মোকাবেলা করবে তামিম ইকবালের দল।

এই সিরিজে মাত্র ৮৬ রান করলেই নতুন এক মাইলফলক স্পর্শ করবেন তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৭৮ ম্যাচে ৪৩৯ ইনিংসে তামিম ইকবালের রান এখন ১৪৯১৪!

অর্থাৎ আর মাত্র ৮৬ রান করতে পারলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান করবেন তামিম।

টেস্টে তামিমের রান ৬৯ম্যাচে ৫০৮২, ওয়ানডেতে ২৩১ ম্যাচে ৮০৭৪ ও টি-টোয়েন্টিতে ১৭৫৮ রান। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ৯৩টি অর্ধশতকের পাশাপাশি সেঞ্চুরি করেছেন ২৫টি।

দেশের হয়ে সর্বাধিক রান সংগ্রাহক তামিম। এই তালিকায় তামিমের পরের নামটি মুশফিকুর রহিম ১৩৫০৯ রান, সাকিব আল হাসান ১৩২৪৯ রান, মাহমুদউল্লাহ ৯৮০৪ রান সংগ্রাহক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *