শক্তির বিচারে পিছিয়ে থাকলেও মরক্কোর মাঠের খেলায় পাওয়া গেলো না সেই ছাপটুকুও। কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকবার সুযোগ তৈরি করল তারা,
কিন্তু ফিনিশিং ব্যর্থতায় পেল না কাঙ্খিত গোলের দেখা। স্পেনও নষ্ট করল একাধিক সুযোগ। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে।
অবিশ্বাস্য লাগলেও সেখানে একটি শটও জালে জড়াতে পারেনি স্পেন! ইয়াসিন বোনোর অসাধারণ নৈপুণ্যে লুইস এনরিকের শিষ্যদের হারিয়ে প্রথমবারের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মরক্কো।
মঙ্গলবার দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে টাই-ব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানে হারায় মরক্কো।
নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়েও হয়নি কোনো দল। গোটা ম্যাচে যেন সুযোগ হাতছাড়ার প্রতিযোগিতায় মেতেছিল স্পেন-মরক্কো।
৯০ মিনিটের পর অতিরিক্ত সময়েও গোলের একাধিক সুযোগ নষ্ট করে দুই দল। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টিতে। তাতে চমকে দেয় আফ্রিকানরা,
স্পেনের জালে তারা তিনবার বল জড়ালেও হজম করেনি একটি গোলও। তাতেই সৃষ্টি হলো ইতিহাস, প্রথমবারের মতো শেষ আটে জায়গা করে নিলো মরক্কো। তৃতীয় আফ্রিকান দেশ হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠল দলটি।