Home / খেলার খবর / পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন

পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন

পুত্র সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার নাসির হোসেন। গত ৮ এপ্রিল শিশু ভূমিষ্ঠ হলেও সোমবার (১৮ এপ্রিল) বিষয়টি প্রকাশ্যে এসেছে। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন ক্রিকেটার নাসির হোসেন।
figure class=”wp-block-image size-full”>

পরে তামিমার বিরুদ্ধে মামলা করেন তার আগের স্বামী রাকিব হাসান। মামলায় তিনি অভিযোগ করেন, তাকে ডিভোর্স না দিয়েই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেছেন। এ মামলায় আত্মসমর্পণের পর জামিন পান নাসির-তামিমা।
figure class=”wp-block-image size-full”>

এর আগে গত ২৫ ফেব্রুয়ারিই সংসারে নতুন অতিথি আসার খবর সামনে আনেন এই দম্পতি। তামিমার বেবি বাম্পের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন নাসির। সেখানে তামিমার গলায় একটি ব্যানারে লেখা ছিল ‘হবু মা’, নাসিরের হাতে লেখা ছিল ‘বাবা’।
figure class=”wp-block-image size-full”>

সন্তানের কথা আদালতকেও জানিয়েছেন এই দম্পতি। অবশ্য সন্তানের বৈধতা নিয়ে শুরুতে প্রশ্ন উঠলেও নিজেদের নতুন এই পরিচয়কে পুরোদমে উদযাপন করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *