Home / সর্বশেষ / পাপন স্যারের এক ফোনেই পাল্টে গেল সব কিছু

পাপন স্যারের এক ফোনেই পাল্টে গেল সব কিছু

এনামুল হক বিজয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দলে ডাকা হয়েছে জাতীয় দলের ফাস্ট বোলার শরিফুল ইসলামকে। দলের সাথে যোগ দিয়েছে আজ রাতেই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছিলেন শরিফুল। এরপর দ্বিতীয় টেস্ট তো বটেই ওয়েস্ট ইন্ডিজ সফর নিয়েও শঙ্কা তৈরি হয় তার।

তবে শেষ পর্যন্ত সুস্থ হয়ে ওঠায় দ্বিতীয় টেস্টে তাকে ডাকা হয়েছে। অ্যান্টিগা টেস্ট শেষ হওয়ার দিন আচমকাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের ফোন এই বাঁহাতি পেসারের কাছে।

উদ্দেশ্য, উইন্ডিজদের বিপক্ষে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টের দলে সুযোগ দেওয়া হয়েছে শরিফুলকে। সেই ফোনের একদিন পরেই আজ (২০ জুন) সন্ধ্যায় দ্বীপরাষ্ট্রটির উদ্দেশে উড়াল দিচ্ছেন টাইগার এই পেসার।

ক্যারিবীয়ান দেশটির উদ্দেশে উড়াল দেওয়ার আগে গণমাধ্যমের মুখোমুখি হোন শরিফুল। যেখানে তার কাছে জানতে চাওয়া হয়, ইনজুরি থেকে ফিরে উইন্ডিজ সিরিজের দলে খেলার জন্য কোনো মানসিক প্রস্তুতি ছিল কি না।

তার উত্তরে শরিফুল জানিয়েছেন, আগের দিন সভাপতির ফোনের পর অন্যকিছু আর ভাবেননি তিনি। গণমাধ্যমে বলেন, ‘গতকাল রাতে পাপন স্যার কল দিয়ে বলছিল, আমি যাব… এই।’

এই বাঁহাতি পেসার আরও যোগ করেন উইন্ডিজে টেস্ট খেলার ইচ্ছা ছিল তার। শরিফুলের ভাষ্যে, ‘অবশ্যই এক্সাইটিং (উইন্ডিজে যাওয়া)। আমার খুব ইচ্ছা ছিল ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলার, এখন যাচ্ছি দেখা যাক যাওয়ার পর কি হয়।’

ইনজুরি থেকে পুরোপুরিভাবে ফিরেছেন এবং ফিরতে পেরে ভালো লাগছে জানিয়ে শরিফুল আরও যোগ করেন, ‘ভালো ফিল হচ্ছে, মনে হচ্ছে ভালো অবস্থানে আছি।

ইনজুরির পরে কষ্ট লাগে রিহ্যাবে থাকতে। কারণ, সবাই চায় যে খেলার মধ্যে থাকতে, কোনো একটা ম্যাচ মিস করলে সবারই কষ্ট করলে, সেখান থেকে ফিরলে ভালো লাগে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *