Home / খেলার খবর / পাঞ্জাবকে হারাতে ১১ সদস্যের শক্তিশালী একাদশ সাজিয়েছে দিল্লি ক্যাপিটালস

পাঞ্জাবকে হারাতে ১১ সদস্যের শক্তিশালী একাদশ সাজিয়েছে দিল্লি ক্যাপিটালস

আইপিএলের এবারের আসরে মুস্তাফিজুর রহমানের দল দিল্লী ক্যাপিটালস নিজেদের খুব একটা সুবিধা করতে পারছে না। মাঠের পারফরম্যান্সে সামান্য ঘাটতির কারণেই হাতছাড়া হচ্ছে ম্যাচ।
figure class=”wp-block-image size-full”>

ইতোমধ্যে পাঁচ ম্যাচ খেলে ফেলা দিল্লী জয়ের দেখা পেয়েছে দুই ম্যাচে। বাকি তিন ম্যাচে হারের কারনে পয়েন্ট টেবিলেও বাজে অবস্থানে রয়েছে তারা।
figure class=”wp-block-image size-full”>

প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয়ের পর দিল্লী ক্যাপিটালস দুই ম্যাচে হারে টানা। যেখানে পরের ম্যাচ কলকাতার বিপক্ষে জয় পেলেও পঞ্চম ম্যাচে হারে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।
figure class=”wp-block-image size-full”>

তাই ষষ্ঠ ম্যাচে অন্তত দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে দিল্লী। দিল্লী ক্যাপিটালসের ব্যাটিং অর্ডারে রভম্যান পাওয়েল গত কয়ে ম্যাচ ধরেই দিয়ে যাচ্ছেন টানা ব্যর্থতার পরিচয়।
figure class=”wp-block-image size-full”>

গত ম্যাচেও বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে সাজঘরে ফিরেছিলেন কোনো রান না করেই।ব্যাটিং অরড়দারে তাই দেখা দিয়েছে ঘাটতি। ফলে আগামী ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে কপাল পুড়তে পারে পাওয়েলের।
figure class=”wp-block-image size-full”>

তার বিকল্প হিসেবে টিম শেফার্টকে আবারও সুযোগ দিতে পারে দিল্লীর টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং অর্ডারে মিচেল মার্শ নিজের প্রথম ম্যাচে ব্যর্থ হলেও পরবর্তী ম্যাচে তার থাকার সম্ভাবনা রয়েছে।
figure class=”wp-block-image size-full”>

ডেভিড ওয়ার্নার কিংবা পৃথ্বী শ এর মত ব্যাটাররা ফর্মে থাকার কারণে অবশ্য কিছুটা দুঃশ্চিন্তা কমেছে দিল্লীর। অন্যদিকে বোলিং বিভাগেও আসতে পারে একটি পরিবর্তন।
figure class=”wp-block-image size-full”>

খলিল আহমেদ কিংবা শার্দূল ঠাকুরের মধ্য থেকে যেকোনো একজনকে একাদশের বাইরে রেখে ভিন্ন কৌশল সাজাতে পারে দিল্লী। এক্ষেত্রে গত আসরে রাজস্থানের হয়ে খেলা চেতন সাকারিয়াকে দেখা যেতে পারে মূল একাদশে।
figure class=”wp-block-image size-full”>

পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে দিল্লী ক্যাপিটালস মাঠে নামবে আগামী ২০ এপ্রিল। এক নজরে দেখে নেয়া যাক পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে দিল্লী ক্যাপিটালসের সম্ভাব্য সেরা একাদশ।
figure class=”wp-block-image size-full”>

পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, রিশাব পান্ত, টিম শেফার্ট, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, কুলদিপ যাদব, মুস্তাফিজুর রহমান ও চেতন সাকারিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *