Home / সর্বশেষ / পাকিস্তানের বিপক্ষে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
ADELAIDE, AUSTRALIA - NOVEMBER 02: Hasan Mahmud of Bangladesh celebrates the wicket of KL Rahul of India during the ICC Men's T20 World Cup match between India and Bangladesh at Adelaide Oval on November 02, 2022 in Adelaide, Australia. (Photo by Mark Brake-ICC/ICC via Getty Images)

পাকিস্তানের বিপক্ষে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ দলের সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। সেই তালিকায় রয়েছে বাংলাদেশও।

তবে শেষ চারে জায়গা পেতে হলে ভাগ্যের পাশাপাশি সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেও জিততে হবে টাইগারদের।

তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে দলের সেরা ব্যাটসম্যান লিটন দাসকে ঘিরে দুঃসংবাদ ভেসে বেড়াচ্ছে বাংলাদেশ শিবিরে।

ভারতের বিপক্ষে ম্যাচে ভেজা মাঠে দ্রুত রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লিটন। গুরুতর কিছু না হলেও দলের সঙ্গে অনুশীলন করেননি এই ব্যাটসম্যান।

সতর্কতার জন্য রয়েছেন বিশ্রামে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ৬ নভেম্বর। তার আগের দিন পরীক্ষা-নিরীক্ষা শেষে লিটনের পাকিস্তান ম্যাচে খেলা

না খেলা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও এই ব্যাটসম্যান দ্রুত ফিট হবেন বলেই বিশ্বাস বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর।

তিনি গণমাধ্যমে বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচে দৌড়ানোর সময় লিটন স্লিপ করেছে দুইবার। সে সময়েই ওর হ্যামস্ট্রিংয়ে টানটা লাগে। এটা বড় কোনো ইনজুরি নয়। ও হ্যামস্ট্রিংয়ে একটু ব্যথা অনুভব করছে। যদিও হাঁটাচলায় সমস্যা হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আপাতত আজ বিশ্রামে আছে। হাঁটাচলা করতে সমস্যা হচ্ছে না, তারপরও কাল পর্যন্ত আমরা অপেক্ষা করব। আশা করি পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগেই ঠিক হয়ে যাবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *