Home / সর্বশেষ / পরিচয় গোপন রেখে তুরস্কে তিন কোটি ডলার দান

পরিচয় গোপন রেখে তুরস্কে তিন কোটি ডলার দান

তুরস্কে দুর্গত মানুষের সাহায্যার্থে তিন কোটি ডলার দান করেছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি ব্যবসায়ী। তুরস্কের নগরায়ন মন্ত্রী মুরাত কুরুম এ কথা জানিয়েছেন। খবর টিআরটি ওয়ার্ল্ড।

টেলিভিশনে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশ থেকে যেমন আমরা সাহায্যের বিষয়ে সাড়া পাচ্ছি, তেমনি ব্যক্তি পর্যায়েও অনেকে এগিয়ে এসেছেন। একজন পাকিস্তানি ব্যবসায়ী যুক্তরাষ্ট্রে অবস্থিত তুর্কি দূতাবাসে হাজির হয়ে ৩০ মিলিয়ন (৩ কোটি) ডলার দান করেছেন। আমরা জানি না তার পরিচয় কি। দূতাবাসকে তিনি পরিচয় অপ্রকাশিত রাখার অনুরোধ করেছেন।

বিপদে ঘুঁচে যায় দূরত্ব, খুলে যায় সীমানা: তুরস্ক ও আর্মেনিয়ার মধ্যে যোগাযোগ সহজতর করতে ১৯৬৩ সালে নির্মিত হয়েছিল মারগারা সেতু। আর্মেনিয়ার মারগারা ও তুরস্কের আকিন শহরের মধ্যে সংযোগ স্থাপন করেছে সেতুটি।

advertisement
নগর্নো-কারাবাখ ইস্যুতে আজারবাইজানের প্রতি তুরস্কের সমর্থনসহ বিভিন্ন কারণে ১৯৯৩ সাল থেকে বন্ধ ছিল মারগারা সেতু। ৩০ বছর পর সেতুটি আবার খুলেছে ভূমিকম্পের পর। এরইমধ্যে আরমেনিয়া থেকে জরুরি সাহায্য সামগ্রী ও উদ্ধারকর্মীদের নিয়ে বেশকিছু যানবাহন সেতু পাড়ি দিয়ে তুরস্কে পৌঁছেছে।

একইভাবে, বিশ্বের তৃতীয় বৃহত্তম আতাতুর্ক বাঁধের মাধ্যমে তুরস্কে পানি ধরে রাখায় ফোরাত নদী অববাহিকার ইরাকি অঞ্চলগুলোতে খরাবস্থা চলছিল। ভাটিতে ফোরাতের পানিও দিনদিন কমছিল। ভূমিকম্পের কারণে আতাতুর্ক বাঁধ ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। এ কারণে নিরাপত্তাজনিত বিবেচনা থেকে তুরস্ক সরকার ওই বাঁধ থেকে সীমিত মাত্রায় পানি ছাড়তে শুরু করেছে।

advertisement
সিরিয়ার জনগণ কি হাত পাতবে, আসাদের প্রশ্ন: দুর্গতদের সাহায্যের জন্য সিরিয়া সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ আসেনি বলে জানিয়েছে পাশ্চাত্যের কয়েকটি দেশের সরকার। এ নিয়ে এক টুইটে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ লিখেছেন, তারা বলছেন সিরিয়া সাহায্যের আবেদন জানায়নি তাই এগিয়ে আসেননি। তারা কি আশা করছেন যে সিরিয়ার দুর্গত মানুষ খোঁড়া পায়ে গিয়ে তাদের কাছে হাত পাতবে?

এর আগে গতকাল আলেপ্পোতে দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে বাশার আল-আসাদ বলেন, ভূমিকম্পের মতো দুর্যোগ একটি মানবিক ইস্যু হলেও যারা এসব নিয়ে রাজনীতি করতে চান, তারা মানবিক আবেদন টের পান না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *