আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজকে মরক্কোর বিপক্ষে মাঠে নেমেছে জায়ান্ট ব্রাজিল। এই ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে বিরতিতে গিয়েছিল ল্যাতিন আমেরিকার জায়ান্টরা।
গত বিশ্বকাপে অবিশ্বাস্য পারফর্মেন্স দেখিয়েছিল মরক্কো। সেই পারফর্মেন্স আজকেও তারা অব্যাহত রেখেছে। তবে ব্রাজিল দলে এসেছে অনেক পরিবর্তন।
পরিবর্তনের এই ব্রাজিল আজকে ম্যাচের ২৯ মিনিটে ১ম গোলটি হজম করেছে। সেটাও অবশ্য নিজেদের ভুলেই তারা হজম করেছে। আর ভুলটি করেছেন রাইটব্যাক এমারসন।
ম্যাচের ২৯ মিনিটে মরক্কোর একটি আক্রমন রুখে দিয়ে ব্রাজিলিয়ানরা যখন বল নিজেতের আয়ত্বে নেওয়ার চেষ্টা করছে, তখনই ভুলটি করেন এমারসন। আর সেখানেই ঘটে সর্বনাশ।
বিরতির পর কিছুটা ছন্দে ফিরেছিল ব্রাজিল । ম্যাচের ৬৭ মিনিটে নিজেদের প্রথম গোলটি করেন ক্যাসিমিরো। কয়েক মিনিটের জন্য সমতায় ফিরলেও বেশিক্ষন টিকে থাকতে পারেনি ল্যাতিন জায়ান্টরা।
ম্যাচের ৭৯ মিনিটে পাল্টা আক্রমনে মরক্কোর হয়ে ২য় গোলটি করেন সাবিরি। ফলাফল ২-১ এ এগিয়ে আছে মরক্কো। অবশ্য ভিনিসিয়াস জুনিয়র একটি গোল করেছিলেন। কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়।